

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার আসানসোলের বিভিন্ন জায়গায় ভারত স্কাউট এন্ড গাইডসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প পথ নাটিকার মাধ্যমে প্রচার করা হয়। ভারত স্কাউট গাইডসের টিম লিডার লক্ষী কুমার জানান মেয়েদের সাবলম্বী বানাবার জন্য তাদের অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে এই প্রচার। মেয়েরা এখনো সমাজে সে রকম ভাবে স্বীকৃতি পায় নি তাদের অভিবাবকরা মেয়েদের শিক্ষিত করতে চায় না তাই তাদের পথ নাটিকার মাধ্যমে সেইসব অভিভাবকদের উদ্দেশ্যে সচেতন করার কাজ যাতে তারা মেয়েদের শিক্ষিত করে সমাজে মেয়েদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার হয়ে কাজ করে দেশের নাম উজ্জ্বল করতে পারে।



