

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল সারা দেশের পাশাপাশি আসানসোল শহর ও শিল্পাঞ্চলের সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রবিবার দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
এদিন পশ্চিম বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আসানসোল স্টেডিয়ামে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এস পোন্নাবালাম। তিনি ও ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের আকর্ষণীয় ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিসেবা ও প্রকল্পের কথা বলেন।
আসানসোলের দয়ানন্দ বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই উপলক্ষে দয়ানন্দ বিদ্যালয়ের শিশুরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং একটি কুচকাওয়াজও হয়। নিজের বক্তৃতায় মন্ত্রী মলয় ঘটক বলেন যে আজকের দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা নিজেদেরকে মনে করি। সংবিধানে সকলকে সমান অধিকার প্রদান করা হয়েছে।
দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আসানসোল পুরনিগমে পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেয়র বিধান উপাধ্যায় বলেন, দেশের সংবিধান প্রণেতারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। এই সংবিধান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং এই সংবিধানকে রক্ষা করা অত্যন্ত জরুরী যাতে এই দেশটি যে আদর্শের ভিত্তিতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে।
দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে আসানসোলের লোকো গ্রাউন্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। এখানে পতাকা উত্তোলন করেন আসানসোলের ডিআরএম চেতনানন্দ সিং। এই অনুষ্ঠানে আসানসোল ডিভিশনের সব আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। এখানে কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। ডিআরএম চেতনানন্দ সিং এই দিনের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, রেল প্রথম দিন থেকেই ভারতের ইতিহাসের সাথে জড়িত। রেলে কর্মরত কর্মচারীরাও এই দেশের অগ্রগতিতে অবদান রাখে, তাই রেলের প্রতিটি কর্মচারীর উচিত তার প্রতিটি কাজে সর্বদা দেশের সেবা করার জন্য সচেষ্ট।
আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া জামুড়িয়ার চাঁদায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রতিষ্টাতা শচীন রায়।
আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল দক্ষিণ মন্ডল ৪ এর উদ্যোগে হওয়া নারায়ণকুড়ির মথুরাচন্ডিতে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রবিবার বার্নপুর স্টেডিয়ামে সেল আইএসপি বা ইস্কো কারখানার তরফে প্রজাতন্ত্র দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
এর পাশাপাশি রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি, কুলটি, চিত্তরঞ্জন সহ সব এলাকায় প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পতাকা উত্তোলন করা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।










