
পাবলিক নিউজঃ আসানসোল:– মহা পঞ্চমীর বিকেলে মর্মান্তিক ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুরে। বাড়িতে বাজ পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে সাড়ে চারটে নাগাদ। সালানপুর থানার আছড়ার বাসিন্দা মৃত গৃহবধূর নাম অনিমা রুইদাস ( ৩২)।
জানা গেছে, এদিন বিকেল থেকেই সালানপুর এলাকায় কালো মেঘে ঢাকা অবস্থায় ঘনঘন বাজ পড়ছিলো। সঙ্গে ছিলো বৃষ্টি। বিকেল সাড়ে চারটে নাগাদ সালানপুরের আছড়ার বাসিন্দা গৃহবধূ অনিমা রুইদাস বাড়ির মধ্যেই ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে কলতলায় যাচ্ছিলেন। সেই সময় আচমকাই প্রচন্ড শব্দে বাজ পড়ে। তাতে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন অনিমা রুইদাস। বাড়ির লোকেরা দৌড়ে আসেন। সঙ্গে সঙ্গে ঐ গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পিঠাইকেয়ারি গ্রামীন হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় রুইদাস পরিবার ও এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ঐ গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।



