

পাবলিক নিউজঃ কাঁকসা:-নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মারলো যাত্রীবাহি বাস।আজ সন্ধ্যায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস জাতীয় সড়ক ধরে পানাগড় রেল ব্রিজ অতিক্রম করে দ্রুত গতিতে সার্ভিস রোডে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুটি আরোহীকে ধাক্কা মেরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে।বাস টি দাঁড়িয়ে পড়তেই বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।অন্যদিকে স্কুটি আরোহী রাস্তার উপর পড়ে গেলে তার উপর দিয়ে বাসের চাকা চলে যায়।গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর পড়ে কাতরাতে থাকেন স্কুটি আরোহী।



দুর্ঘটনার খবর বুদবুদ থানার পুলিশকে দেওয়া হলেও প্রায় এক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার আধ ঘন্টা পরে এমব্যুলেন্স করে গুরুতর আহত স্কুটি আরোহীকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।একদিকে দেরি করে পুলিশ আসায় ও তার পরেও দেরি করে আহত কে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বুদবুদ থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।পুলিশ আহটকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি যাত্রীবাহী বাস টিকে আটক করে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কের সার্ভিস রোডে যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply