

পাবলিক নিউজঃ আসানসোল, :– এবার আসানসোলে নবমীর রাতে দূর্গাপুজোর মেলায় গুলি চালানোর অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। তবে এই গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাতের এই ঘটনাটি ঘটেছে। ঘটনার অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ। কোনকিছু বিবাদকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে বলে পুলিশ মানলেও, গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে। জানা গেছে, আসানসোল উত্তর থানার রেলপারের ডিপোপাড়া এলাকায় দুর্গা মন্দিরের কাছে এক দোকানদারের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে জনৈক রাজু কুমার নামে এক যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুলি চালানোর গোটা ঘটনা এলাকায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। ঐ সিসিটিভি ফুটেজে যুবকের হাতে বন্দুকের মতো কিছু একটা ধরে থাকতে দেখা গেছে।
আসানসোলের রেলপারের ডিপোপাড়া দূর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদের বক্তব্য, নবমীর রাতে স্থানীয় রাজু কুমার নামক এক যুবকের সঙ্গে মেলায় দোকানদারের কথা কাটাকাটি হয়। তারপর ঐ যুবক গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়েই রবিবার দশমীর সকালে আসানসোল উত্তর থানার পুলিশ আসে। পুলিশ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করে।স্থানীয় বাসিন্দাদের আরো দাবি, রাজু নামে ঐ যুবক প্রায়ই এলাকায় অশান্তি করে। এর আগেও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে।এদিন সে মেলায় এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি করে ও পরে শূন্যে গুলি ছোঁড়ে। শূন্যে গুলি চালানোর পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের আরো দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক ও ঐ যুবককে গ্রেফতার করা হোক।
এদিকে পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঐ যুবক বন্দুক বার করে শুন্যে গুলি চালিয়েছে কিনা, তা স্পষ্ট নয়।





Leave a Reply