নকল ভাড়াটিয়া সেজে লুটপাটের পরিকল্পনার ফাঁস, পাটনা থেকে গ্রেপ্তার।

পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী:-পশ্চিম বর্ধমান নকল ভাড়াটিয়া সেজে বাড়ীওয়ালার সোনার চেন ছিনতাই করে এলাকাবাসীরা এসে যাওয়াতে পালিয়ে যায় ভাড়াটিয়া। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস পাটনা থেকে গ্রেপ্তার করা নয়ন সিং নামে এক দুস্কৃতির ব্যাপারে বিস্তৃত জানান। গত ২১ শে আগষ্ট কন্যাপুর ফাঁড়ির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ নয়ন সিং নামে এক ব্যাক্তির উপর সন্দেহ হওয়াতে তার বিরুদ্ধে অভিযোগ জমা করেন। অভিযোগে অজয় দেবনাথ লিখেছেন কিছুদিন আগে নয়ন সিং নামে এক ব্যাক্তি তার বাড়ীতে ভারাটে হিসাবে থাকতে আসে সেসময় তার পরিচয়পত্র চাইলে সে বলে দু থেকে তিনদিনের মধ্যে তিনি পরিচয়পত্র আনিয়ে নেবেন কিন্তু নয়ন সিং সময়ের মধ্যে পরিচয়পত্র জমা দিতে না পারাতে তাকে ঘর খালি করার জন্য বলে তার ঘর খালি করিয়ে নেয়। গত ২১ শে আগষ্ট নয়ন সিং দুজন বন্ধুকে নিয়ে জোর করে তার ঘরে ঢুকে যায় এবং অজয় দেবনাথ তার বাবা- মা বাধা দিলে তাদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় সেসময় অজয় দেবনাথের মাএর গলার সোনার চেন ছিনতাই করে নেয় বাড়ীর লোক চীৎকার করাতে প্রতিবেশীরা আসলে তাদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়ে তিনজন পালিয়ে যায় অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে পাটনা থেকে নয়ন সিংকে গ্রেপ্তার করলেও রিভলবার পাওয়া যায় নি। ধ্রুব দাস জানান তদন্তে নেমে জানা যায় তিনজন বাঁকুড়া জেলার কোন দোকানে লুটপাট করার আগে রেকি করছিল সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং লুটপাটের আগেই নয়ন সিংকে গ্রেপ্তার করা সম্বভব হয়েছে। ধ্রুব দাস পুলিশের সচেতনতা নিয়ে প্রচারের জন্য এটা সম্বভব হয়েছে, কোন ভাড়াটিয়া রাখার সময় তার পরিচয়পত্র স্থানীয় থানাতে জমা করার কথা প্রচার করা হয়। নয়ন সিং এর ব্যাপারে পাটনার স্থানীয় থানা থেকে খোঁজ নেওয়া হচ্ছে তার কোন অপরাধমূলক কাজের ব্যাপারে বা কারোর সাথে জড়িত আছে কি না। নয়ন সিংকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান ডিসি সেন্ট্রাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts