
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল মঙ্গলবার সকালে আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন কোলিয়ারীতে ভগ্নপ্রায় যজ্ঞ শালা পুনঃ নির্মাণ করে তার উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় জানান সাত মাস আগে ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া এলাকায় বহু প্রাচীন যজ্ঞ শালার ভগ্নদশা দেখিয়ে তার কাছে আবেদন করেন যজ্ঞ শালাকে নতুন করে তৈরী করার, তিনি লিখিত ভাবে জানাতে বলেন। পরে লিখিত আবেদন করার পর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ২৮ লক্ষ টাকা ব্যায় করে যজ্ঞ শালার সাথে বিভিন্ন অনুষ্ঠানে সাধুদের থাকার ব্যাবস্থা ও দোতালায় যজ্ঞ শালার ব্যাবস্থা করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে এই যজ্ঞ শালা তৈরী করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এলাকার প্রাক্তন কাউন্সিলর রোহিত নুনিয়া, বর্তমান কাউন্সিলর সঞ্জয় নুনিয়া সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।











Leave a Reply