পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ী গ্রামে প্রাইমারি বিদ্যালয়ের উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল। অগ্নিমিত্র পাল জানান বর্তমান যুগে শিক্ষা না থাকলে কোন জায়গায় কাজ করা বা উন্নয়ন করা সম্বভব নয় তিনি বিধায়িকা হবার পর থেকে তালকুড়ী গ্রামের সার্বিক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন বুধবার গ্রামের বাচ্চাদের শিক্ষিত করার জন্য একটা স্কুলের শুভ সূচনা করা হয়।বর্তমান বাজারে এক টাকার কোনো মুল্য না থাকলেও এক টাকায় শিক্ষা পাওয়া যায়।শুনে অবাক হলেও এই রকম দৃশ্য দেখা গেল আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রামে।তালকুড়ি গ্রামে চালু হল এক টাকার পাঠশালা।আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই পাঠশালা চালু করা হল।
আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রাম এবং কালাঝরিয়া গ্রাম।এই দুটি গ্রামে চালু হল এক টাকার পাঠশালা।এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়ানো হবে।কেন এই উদ্যোগ? এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে।কিন্ত আর্থিক অবস্থার কারণে তাদের অভিভাবকরা শিশুদের টিউশনে দিতে পারে না।তাই এক টাকার পাঠশালা চালু করা হল।এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়াশোনা হবে।এখন তালকুড়ি এবং কালাঝরিয়া গ্রামে এই পাঠশালা চালু করা হল।বর্তমানে এই দুটি পাঠশালায় 50 জন পড়ুয়া রয়েছে।এক টাকার পাঠশালা চালু হওযায় খুশি গ্রামের মানুষ।তারা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।আগামীদিনে এই এক টাকার পাঠশালা কতটা জনপ্রিয় হয়ে উঠে সেটাই এখন দেখার।