

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শণিবার সন্ধ্যায় ডিসেরগড় বাজারে রাজেন্দ্র মাহাতো নামে ৩৪ বছরের দোকানদারের মৃতুতে এলাকার সমস্ত দোকানদাররা তার প্রতি শ্রদ্ধা জানাতে বাজার বন্ধ রাখে এবং মোমবাতি ও ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। জগজিৎ সিং নামে এক দোকানদারের বক্তব্য এলাকায় সবথেকে ভদ্র ও সব ধরনের বিপদে কাজে এগিয়ে আসতো ঘরের বড় ছেলে ছিল তিনটা বাচ্চা আছে সে গতকাল মোটরসাইকেল করে বেড়াতে গেছিল রাণীগঞ্জের কাছে মোটরসাইকেল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে গিয়ে মারা যায় । তার প্রতি শ্রদ্ধা জানাতে সব দোকানদাররা একত্রে শোকপ্রকাশ করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।





Leave a Reply