
পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:- দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের ।স্থানীয় সূত্রের খবর ঝাড়খণ্ড এর বাসিন্দা রাহুল মোদি যদিও তিনি বর্তমানে দুর্গাপুরের করঙ্গ পাড়ায় থাকতেন । মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে এসে দুর্গাপুর ব্যারেজে তিনি ঝাঁপ দেন বলে খবর । পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন দুর্গাপুর ব্যারেজে আসেন ।

খবর পেয়ে আসেন বড়জোড়া থানার পুলিশ এবং অন্যদিকে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ । আরও পরে বড়জোড়া থানার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজ এ তল্লাশি চালালেও ওই যুবকের খোঁজ মেলেনি।দুর্গাপুর ব্যারেজে নিখোঁজ যুবকের খোঁজ তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরা । মঙ্গলবারের পর বুধবারেও তাঁর খোঁজে তল্লাশি চলছে। কি কারনে ঝাঁপ দিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তাদের কাছে এই বিষয় জানতে চাইছে এবং অন্যদিকে তার কোন শত্রু রয়েছে কিনা তার বন্ধু-বান্ধবের সাথেও কথা বলার চেষ্টা করছে এখনো পর্যন্ত কেটে উঠতে পারিনি। এই যুবক কেন ঝাঁপ দিয়েছে নদীতে


Leave a Reply