

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল কথা দিয়ে কথা রাখলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার তিনি কথা দিয়ে বলেছিলেন। দাবি করেছিলেন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গ্যাস উত্তোলনকারী সংস্থাকে। সেইমতো এসার গ্যাস উত্তোলনকারী সংস্থার় দুর্ঘটনায় মৃতদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে দুই কর্মীর পরিবারকে ২১ লক্ষ টাকা দেওয়া হলো। পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করা হলো। সংস্থার আধিকারিক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ দলের নেতাদের নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী এই চেক তুলে দেন। এই যাবৎ কালে কোন একটা দূর্ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে এতবড় ক্ষতিপূরণ পেলো পরিবার। যা অবশ্যই ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমরা সবসময় সাধারণ কর্মীদের পাশে থাকি। এক্ষেত্রেও কোন ব্যাতিক্রম হয়নি। দাবি মেনে ক্ষতিপূরণ, একজনের চাকরি ও অন্য সবকিছু দেওয়ার জন্য ঐ সংস্থাকে ধন্যবাদ।
প্রসঙ্গতঃ৷ বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসারের বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা কর্মীর। আশঙ্কাজনক আরো তিনজন। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ায়। এই ঘটনার পরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত ও অসুস্থ যুবকদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) ও অরুপ চৌধুরী (২৬)। আকাশ কাঁকসার জামবনের বাসিন্দা ও অরূপ মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের সেখান থেকে বিধাননগরে অন্য একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পরে, খবর পেয়ে এলাকায় আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।











Leave a Reply