

আলোক চক্রবর্তী আসানসোল:-রবিবার আসানসোল ক্লাবে রোটারি কলকাতা সাউথ ওয়েষ্ট এবং রোটারি সানসিটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বনাথ বাউড়ী, দীপ্তার্ঘ বসু সহ বিশিষ্ট অতিথিরা। রোটারি ক্লাবের দীপ্তার্ঘ বসু জানান থ্যালাসেমিয়া জেনারিক রোগ এই রোগ থেকে আগামী প্রজন্মকে মুক্ত করতে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোটারি ক্লাব রাজ্যের চারটা জোনের সদস্যরা সকল ম্যারেজ রেজিস্ট্রার দপ্তরে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে প্রত্যেক স্বামী স্ত্রী কে বিবাহের আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে তাদের রক্তে ঐ রোগের জীবাণু নাই এবং জীবাণু থাকেলও চিকিৎসা করার পর জীবাণু মুক্ত করার পর বিবাহের সম্মতি দিতে এই পদক্ষেপ নিলে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া সম্বভব।

