

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার সকালে বার্ণপুরের সম্প্রিতী হলে সুডার উদ্দ্যোগে এবং আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের থেকে ডেঙ্গু নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। আসানসোল পৌরনিগমের মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক চ্যাটার্জী জানান প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়ে থাকে মূলত ডেঙ্গী নিয়ে একটা আলোচনা করা হয়। শিল্পঞ্চলে দুটো সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় একটা শুস্ক আবহাওয়ায় এবং বর্ষার সময় সেই সময় স্বাস্থ্য কর্মীরা এলাকায় গিয়ে ময়লা আবর্জনা পরিস্কার করা থেকে নিয়ে জল জমা নিয়ে জনগণকে সচেতন করা নিয়ে সুডার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী বছর থেকে নতুনভাবে প্রচার পদ্ধতি ব্যবহার করা হবে।





