

পাবলিক নিউজঃ দুর্গাপুর:– ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১০ জনকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশি জেরায় মেলে ধৃতদের উদ্দেশ্য ছিল বিভিন্ন বহুতল আবাসন ও বাড়িতে লোক না থাকার সুযোগ নিয়ে কালীপুজোর মুহূর্তে ডাকাতি করার।রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ সবুজ নগর লাগোয়া জঙ্গল থেকে ১০ জনকে গ্রেফতার করে প্রত্যেকের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম মেলে ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।ধৃতরা প্রত্যেকে বিভিন্ন জেলার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার রড, দড়ি, চেন, দরজা ভাঙার শাবল, ও তালাকাটার যন্ত্র ভোজালি। ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।






Leave a Reply