
আলোক চক্রবর্তী আসানসোল:-রবিবার বিকালে আসানসোলের চেলিডাঙ্গার ব্যারেট ক্লাবের কাছে একটা লাইব্রেরী উদ্বোধন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, অনিমেষ দাস,রাজেশ তিওয়ারি সহ বিশিষ্ট অতিথিরা। আসানসোল পৌরনিগমের ৫০ নং ওয়ার্ডে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের আবেদনে সাড়া দিয়ে সাংসদ কোটা থেকে ১২ লক্ষ ৫০ হাজার আটশো ছেচল্লিশ টাকা খরচ করে লাইব্রেরীর আধুনিকীকরণ করা হয়। অভিজিৎ ঘটক জানান তিনি সাংসদের কাছে আবেদন করেছিলেন তাদের এলাকায় জায়গায় একটা লাইব্রেরী করা হলে এলাকার বাসিন্দারা উপকৃত হবে তার আবেদন পেয়ে তিনি তৎক্ষনাৎ রাজি হয়ে যান এবং সাংসদ কোটা থেকে টাকা মঞ্জুর করেছেন।

