
পাবলিক নিউজঃ আসানসোল:– রেল শহর চিত্তরঞ্জনে রেল আবাসন থেকে এক রেল কর্মীর স্ত্রীর গলায় ওড়নার ফাঁস লাগালো ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রেল শহরের ৩৫ নম্বর রাস্তার আবাসন থেকে এই দেহ উদ্ধার হওয়ার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার নাম রঞ্জিতা আঠা (৪৬)। রেল কর্মী গৌরাঙ্গ আঠা সিলডব্লু বা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী। স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাদের কোয়ার্টার্স থেকে। মৃতার নাম রঞ্জিতা আঠা ( ৪৬)।
জানা গেছে, সিএলডব্লুর কর্মী গৌরাঙ্গ আঠা বুধবার বিকেল চারটে নাগাদ কারখানা থেকে রেল শহরের ৩৫ নং রাস্তার রেল আবাসনে আসেন। আবাসনের দরজা বন্ধ থাকায় তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে বন্ধ দরজা ঠেলতেই তা খুলে যায়। এরপর তিনি ভেতরে ঢোকেন। কিন্তু স্ত্রীকে তিনি দেখতে পাননা। এরপর তিনি খোঁজাখুঁজি শুরু করেন। তখন তিনি আবাসন সংলগ্ন একটি ঘরের মধ্যে পাইপে গামছা এবং ওড়নায় গলায় ফাঁস লাগালো ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন এরপর তাকে উদ্ধার করে কেজি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
চিত্তরঞ্জন থানার পুলিশ জানায়, রঞ্জিতা আঠা নামে ঐ গৃহবধূর গলায় ওড়না ও গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। মনে করা হচ্ছে তিনি কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হবে।





Leave a Reply