

পাবলিক নিউজঃ ডেস্ক জলপাইগুড়ি:-চা বাগানে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ পালিয়ে গেল খাঁচা ভেঙ্গে।ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান এলাকায়।জানা যায় বাগানে চিতাবাঘের উপস্থিতির জেরে বাগানে আতঙ্ক ছড়ায়। সেকারনে বাগানে খাঁচা পাতার দাবি জোরালো হলে সেখানে খঁাচা পাতে বনদফতর।সোমবার সকালে বাগানের ১৫ নং সেকশনে পাতা খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি।বিষয়টি আঁচ করতে পেরে ভিড় জমায় এলাকার লোকজন।

কিন্তু কিছুক্ষনের মধ্যে খাঁচায় থাকা চিতাবাঘটি খাঁচার ভেতর ছোটাছুটি করতে করতে হঠাৎই খাঁচা ভেঙ্গে যায় এবং চিতাবাঘটি পালিয়ে যায়।এদিকে চিতাবাঘটি এলাকা ছাড়ার সময় এক ব্যক্তি চিতাবাঘের সামনে পড়লে চিতাবাঘের হানায় তিনি আহত হন।আহত ব্যক্তির নামা উজ্জ্বল দাস।তাকে তড়িঘড়ি উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার চিকিৎসা শুরু হয়।তার বুকে আঘাত লাগে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা।এদিনের ঘটনায় স্থানীয়দের দাবি খাঁচার দুর্বল থাকায় চিতাবাঘটি খাঁচা ভেঙ্গে পালিয়ে যায়।
বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের দায়িত্ব প্রাপ্ত রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন,খাঁচাটি দুর্বল ছিল না।খাঁচার গেটটি ঠিকঠাক লাগেনি চিতাবাঘ বন্দী হবার পর।সেকারনে সেটা খুলে গিয়েছে।এই মুহুর্তে খাঁচাটিকে মেরামত করা হচ্ছে এবং আবার বসানো হবে।

Leave a Reply