ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি

আলোক চক্রবর্তী/অন্ডাল:- ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি। দশ বছর আগে বেদুনী মাঝির স্বামী খনি কর্মীর কোন কারণে মৃতু হয় বারবার খনি কতৃর্পক্ষর কাছে আবেদন করে কোন লাভ না হওয়ায় অগত্যা কোলিয়ারীর সামনে ধর্ণা বিক্ষোভে বসেন বলে জানান মৃতর স্ত্রী বেদুনী মাঝি। কোলিয়ারীর খনি সংঘটন কে কে এস সির সভাপতি গৌতম মন্ডল জানান বেদুনী মাঝির স্বামী লক্ষীরাম মাঝি মুকুন্দপুর কোলিয়ারীতে লোডারের কাজ করতো কোন কারণে তার হঠাৎ মৃতু হয় কোম্পানির আইনে কর্মীর মৃতুতে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে এবং তার স্ত্রী বেদুনী মাঝি মনোনীত হয়। কতৃপক্ষ চাকরির জন্য কিছুদিন অপেক্ষা করতে বললেও দশ বছরে তার চাকরি না হওয়াতে সংঘটন খনি বন্ধ করে বেদুনী মাঝির সাথে ধর্ণাতে অংশগ্রহণ করেছে ।



Leave a Reply