পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে সারা দেশের মত রানিগঞ্জ কয়লাঞ্চলে একের পর এক রাষ্ট্রায়ত্ত কোলিয়ারি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। এই এলাকার চিনাকুড়ি( ১,২,৩),পারবেলিয়া,দুবেশ্বরীর কোলিয়ারির বেসরকারিকরণের আয়োজন সম্পূর্ণ। শ্রমিক বিরোধী, কর্মনাশা এই নীতির বিরুদ্ধে আজ চিনাকুড়ি  থেকে রাধানগর,ডিসেরগড়,ডিসেরগড় হয়ে সড়বড়ি মোড় পর্যন্ত প্রচার সংগঠিত করল বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চ। উপস্থিত ছিলেন সুদীপ্তা পাল,দুগাই মুর্মু,উপেন্দ্র রাওয়াত,মানিক সমাদ্দার, স্বপন দাস,ইন্দ্রজিৎ মুখার্জি,কল্যাণ মৌলিক সহ মঞ্চের অনেক সদস্য। মঞ্চের পক্ষ থেকে বেসরারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই  গড়ে তোলার আহ্বান জানানো হয়।