
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল :-গত ১ লা অক্টোবর ডিসেরগড় এলাকায় মানবাধিকার সংগঠন অধিকারের মহিলা সদস্যা সুদীপ্তা পালের বাড়ীতে অতর্কিত হানা দেবার প্রতিবাদে রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন এ আই সি সি টি ইউ। সংঘটনের পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা তাদের সদস্যাকে মিথ্যা মামলায় জড়িয়ে তার বাড়ীতে তল্লাসির নামে কম্পিউটারের হার্ডডিস্ক ও মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে গেছে, তদন্ত কারী সংস্থা তল্লাসির কারণ ব্যাখা করতে পারে নি। কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন জায়গায় দূর্ণীতির প্রতিবাদ এবং শ্রমিক সংঘটনের উপর অত্যাচারের বিরুদ্ধে সংঘটন বিভিন্ন জায়গায় শ্রমিকদের স্বার্থে লড়াই করছেন কেন্দ্রীয় সরকার আন্দোলনকে শেষ করে দেবার জন্য পরিকল্পিত হানা করিয়েছেন যাতে সংঘটন আদিবাসী সম্প্রদায়ের জনগণকে সংঘটিত করতে না পারে।




Leave a Reply