
পাবলিক নিউজ আসানসোল :–আসানসোলের কুলটিতে যুবক খুনের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার হলো এক যুবতী। ধৃত যুবতী খুন হওয়া যুবকের সহকর্মী। আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে গত ৪ জুন রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। মৃত যুবক দেবজ্যোতি সিং আসানসোলের জামুরিয়া থানার নিঘার বাসিন্দা। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয়েছিলো । তাতে বলা হয়েছে দেবজ্যোতি সিংয়ের অফিসের সহকর্মী বছর ২৩ পাম্মি শর্মা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে । পাম্মি শর্মা পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা । পুলিশ পরিবারের সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি খুনের মামলা করে।

এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে বুধবার বিকালে পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডাকা হয়। এরপর দীর্ঘ জেরার পরে অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়ায় রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার সকালে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের এক আধিকারিক বলেন, পরিবারের তরফে এই যুবতীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। তারপর তাকে ডেকে জেরা করা হয়। কথায় অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গতঃ, খুন হওয়া যুবক জমির কেনাবেচা কোম্পানিতে চাকরি করতো। ঘটনার দিন যুবক যখন মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলো, তখন এই ঘটনা ঘটেছিলো।










Leave a Reply