পাবলিক নিউজঃ আসানসোল :– রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোনোর ঠিক পরের দিন সোশাল মিডিয়ায় ( এক্স হ্যান্ডেল) ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। সোমবার সকালে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিধায়ক এই পোষ্ট করেন। স্বাভাবিক ভাবেই এই বিজেপি নেতা কাকে উদ্দেশ্য করে ও কি কারণে এই পোষ্ট করেন, তা পরিষ্কার নয়। জিতেন্দ্র তেওয়ারি এদিন হিন্দিতে লেখা তিন লাইনের এই পোষ্ট করেন। যার বাংলা করলে হয়,
” অন্যের মধ্যে ব্যর্থতার কারণ খুঁজলে বারবার হেরে যাবে।
আপনি যদি আপনার ব্যর্থতার কারণগুলি নিজের মধ্যে অনুসন্ধান করেন তবে পরের বার নিজেকে উন্নত করে আপনি অবশ্যই জয়ী হবেন।
এটি অরাজনৈতিক, তবে সম্ভবত এটি রাজনীতির ক্ষেত্রেও সত্য। “
তবে এই পোষ্ট নিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন, কাউকে উদ্দেশ্য করে আমি এই পোষ্ট করিনি। এটা আমার একেবারে ব্যক্তিগত পোষ্ট। আমার নিজের এমনটা মনে হয়েছে। আর বাকিটা যা বলার, তাতো পোষ্টেই বলেছি।
প্রসঙ্গতঃ, গত শনিবার রাজ্যের ছয় বিধান সভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে বিজেপির বলতে গেলে ভরাডুবি হয়েছে। একটিতেও পদ্মফুল ফোটেনি। এমনকি গত বিধানসভা নির্বাচনে জেতা মাদারিহাট কেন্দ্রেও উপনির্বাচনে বিজেপির হাতছাড়া হয়েছে। তারপর বিজেপির অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে। দলের রাজ্য নেতৃত্বর সমালোচনা করেছেন অনেকেই। তারমধ্যে অন্যতম হলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। অনেকটা তার মতো না হলেও, আত্মসমালোচনা করেন রাজ্য নেত্রী আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
তারপরে সোশাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারি এই ধরনের পোষ্ট ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।