



পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী অন্ডাল:– শণিবার সকালে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ অন্ডালের বিভিন্ন পূজা কমিটিদের নিয়ে বৈঠক করলেন। পূজা কমিটিদের শব্দ বাজির উপর বিধিনিষেধের কথা জানানোর সাথে তাদের সতর্ক করে দেওয়া হয়, বিসর্জ্জনের সময় নির্ধারিত রুট দিয়ে প্রতিমা বিসর্জ্জন শোভাযাত্রা নিয়ে যেতে হবে, সব পূজা প্যান্ডেলে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং অশান্তি এড়াবার জন্য পুলিশ কন্ট্রোল রুমে খবর পাঠাতে বলা হয়। উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায় সহ বিভিন্ন আধিকারিকরা।





Leave a Reply