

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল বিগত এক সপ্তাহ ধরে মা কল্যানেশ্বরী মন্দিরে জল না থাকাতে পূজা করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন মন্দিরের পুরোহিত থেকে পূজা দিতে আসা শ্রদ্ধালুরা। মন্দিরের পুরোহিত পবিত্র ব্যানার্জী জানান মন্দিরের কাছ দিয়ে পিএইচইর জলের পাইপ আছে এবং ডিভিসি থাকা সত্ত্বেও বিগত কালিপূজার পর থেকে জলের কষ্ট শুরু হয়েছে মন্দিরের ভোগ তৈরী করার জন্য দূর থেকে জল আনতে হচ্ছে, মন্দিরে জল না থাকার কারণে শ্রদ্ধালুদের সাথে থাকা বাচ্চারা প্রচন্ড জল কষ্টতে রয়েছে। প্রশাসনের সব স্তরে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। শুধু মন্দির নয় আশেপাশের গ্রামের বাসিন্দারা মিলে রাস্তা অবরোধ করে খবর পেয়ে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ এসে আধিকারিকদের সাথে কথা বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার পর রাস্তা অবরোধ উঠিয়ে নেওয়া হয়।





