

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার দূর্গাপূজার দশমীর দিন আসানসোল শিল্পাঞ্চলের বার্ণপুর এলাকায় হর্ষোল্লাসের সাথে আখড়াকে নিয়ে দুর্গাপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা বার করা হয়। আখড়ার সদস্যরা তাদের কেরামতি দেখাতে দেখাতে বার্ণপুর শহর পরিক্রমা করেন। আখড়া সদস্যদের লাঠির খেলা ও লাঠির কেরামতি দেখতে বার্ণপুরবাসীরা একত্রিত হয়েছিলেন। শ্রদ্ধালুরা বাড়ীর ছাদ এবং রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দুর্গাপ্রতিমাকে নিরীক্ষণ করে শ্রদ্ধা জানান এবং সংসারের সুখ শান্তির প্রার্থনার সাথে আগামী বছর পুনরায় মর্ত্যলোকে আসার কাতর আবেদন করেন।





Leave a Reply