

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী যামুড়িয়া ইন্ডিয়া পাওয়ারের উদ্দ্যোগে সাতগ্রামের সুভাষ ময়দানের স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী, ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর সুব্রত অধিকারী, ওতরুণ মুখার্জি, সুস্মিতা বাউড়ী সহ স্বাস্থ্য কর্মীরা এবং ইন্ডিয়া পাওয়ারের উদয় মুখার্জি।




মেয়র বিধান উপাধ্যায় জানান ইন্ডিয়া পাওয়ার আসানসোলের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিতরণের পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন, গ্রামেগঞ্জে বেশীরভাগ গরীব মানুষদের বসবাস তারা ঠীকমতো চিকিৎসা করাতে পারে না তাদের এই পরিষেবা দিয়ে খুব উপকৃত করছেন।

কাজ করতে গেলে শরীরকে সুস্থ রাখতে হবে এবং তার জন্য চিকিৎসার দরকার এবং ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে সেসব সুবিধা দিচ্ছে। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী জানান স্বাস্থ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে স্বাস্থ্য কর্মীরা বাড়ীতে গিয়ে স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছে তাদের সহায়তা করার আবেদন করেন এবং পাশাপাশি ইন্ডিয়া পাওয়ার সাপ্লাইয়ের এই মহৎ উদ্দেশ্য কে সাধুবাদ জানান।
