
পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল :–বৃহস্পতিবার সকালে আসানসোল স্টেশন পরিদর্শন করতে আসেন রেলওয়ের জোনাল কমিটির কনসালটেন্ট কমিটির সদস্য বাল মিলিন্দ দিওয়াকর। তিনি আসানসোল স্টেশনে যাত্রীদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি জানান যাত্রীরা আসানসোল স্টেশনে পরিস্কারের ব্যাপারে, টিকিট কাউন্টার এবং ক্যান্টিনের খাওয়া নিয়ে সন্তুষ্ট তিনি ছোট স্টেশনেও পরিদর্শনে যাবেন। শিয়ালদহ স্টেশনে খাবার নিয়ে অসন্তুষ্ট হবার পর রেলওয়ে কতৃর্পক্ষকে জানাবার পর তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে আগামী দিনে তিনি বিভিন্ন স্টেশনের খাবার, পরিচ্ছন্নতা, যাত্রী পরিষেবা নিয়ে পরিদর্শন করবেন তবে যাত্রীদের মূল অসুবিধা ট্রেনের চলাচল নিয়ে তিনি এই ব্যাপারেও রেল কতৃর্পক্ষর সাথে কথা বলবেন।

Leave a Reply