


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:–কো স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার আসানসোলের রাহা লেনে মিউনিসিপ্যাল পার্কে বিবেকানন্দ সমিতির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে বিবেকানন্দ সমিতির সভাপতি অশোক রায় বলেন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালনে এদিন সকালে প্রভাতফেরি বেরিয়েছিলো। তারপরে মিউনিসিপ্যাল পার্কে শিশুদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এর সাথে একটি রক্তদান শিবির ও যজ্ঞ করা হয়। এর আগেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো বলে জানান অশোক রায় জানান। তিনি আরো বলেন, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিবেকানন্দ সমিতি দীর্ঘদিন ধরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও একাই এই অনুষ্ঠান করা হবে যাতে সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম স্বামী বিবেকানন্দের জীবন ও তার কাজ সম্পর্কে জানতে পারেন।









