

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শণিবার সকালে আসানসোল পৌরনিগমের ৪৫ নং ওয়ার্ডের পদ্ম পুকুরে একটা মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এলাকাবাসীরা কাউন্সিলর ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ওয়ার্ডের কাউন্সিলর উৎপল রায় ঘটনাস্থলে আসেন তিনি জানান আজ সকালে এলাকাবাসীরা তাকে ফোন করে জানায় পদ্মপুকুরে একটা মৃতদেহ ভাসছে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান তাদের পাশে ডোম পাড়ার কোন যুবক পা হড়কে কাল বিকালে জলে পড়ে গেছিল কাল থেকে খোঁজ চলছিল। সূত্রের খবর মৃতর নাম কানাইয়া বলে জানা গেছে।






Leave a Reply