
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল জিটি রোডের বাজার এলাকায় মহাবীর স্থান মন্দিরের কাছে পার্কিং এলাকায় আসানসোল পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৮০ জন রক্তদান করেন। এখানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ৪৪ নং ওয়ার্ডের সমস্ত তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীদের পাশাপাশি রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও মন্ত্রী মলয় ঘটকের পরামর্শে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীরা এই শিবিরে উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেছেন। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মীরা সব কাজ করে ও সাধারণ মানুষের পাশে ও সঙ্গে থাকেন। এই কারণেই গত তিনটি বিধানসভা নির্বাচনে সমগ্র বাংলার পাশাপাশি এই এলাকার মানুষেরা তৃনমুল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। প্রতি বছর এইভাবে এই ওয়ার্ডের দলের নেতা ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।









