পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল :–পাঁচ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার আসানসোল বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান আসানসোল উত্তর ব্লক কংগ্রেস কমিটির তথা কাউন্সিলর মহঃ এস এম মুস্তাফা। কাউন্সিলর এস এম মুস্তফা জানান পাঁচ দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সাথে আলোচনা হয় এবং তাকে স্মারকলিপি জমা দেওয়া হয় এস এম মুস্তাফা জানান সারা রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে, আসানসোল উত্তর এলাকায় বিভিন্ন ট্রান্সফরমার বদল করতে হবে বেশীরভাগ ট্রান্সফরমার প্রায়ই খারাপ হয়ে যায়, বিদ্যুৎ তার পাল্টাতে হবে যাতে এলাকায় নির বিচ্ছনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এস এম মুস্তাফা জানান আধিকারিককে আসানসোল উত্তরের বিদ্যুৎ সমস্যা নিয়ে গভীর ভাবে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করার দাবি রাখা হয়েছে।