আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল সাফল্য উদ্ধার ২৩০ কিলো গাঁজা।

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ক্রমাগত সাফল্য শিল্পাঞ্চলে অপরাধমুক্ত করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার ভোরবেলায় ডিসেরগড় এলাকায় বিশাল পরিমান গাঁজা উদ্ধার এবং পাঁচজন দুস্কৃতি গ্রেপ্তার হবার পর ডিসি ( ওয়েষ্ট) সন্দীপ কাররা সাংবাদিক সম্মেলনে জানান শুক্রুবার ভোরবেলা পাঁচটা নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ ডিসেরগড় এলাকায় নাকাতল্লাশি চালানোর সময় পুরুলিয়া থেকে দুটি গাড়ি একটি চারচাকাসুইফট ও একটি বোলেরো পিকআপ ভ্যান আসছিলো পুলিশের তল্লাশির সময় গাড়ি চালক পালানোর চেষ্টা করলে চালক কে ধরে ফেলে পুলিশ তারপর পুলিশ দুটি গাড়িথেকে ২৩০কেজি গাঁজা বাজেয়াপ্ত করে এবং পাঁচজন কে গ্রেফতার করা হয়!শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে অভিযুক্ত দের !অভিযুক্তরা আসানসোলের বাসিন্দা বলে জানাযায়!বোলেরো পিকাপভ্যানে টমেটোর ক্যারেটের আড়ালে এই গাঁজা পাচার করা হয়!৫০ টী ক্যারেট টমেটোর উপরে ছিলো তার নিচে এই গাঁজা রাখাছিলো!পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ,গ্রেপ্তার হয়েছে রেলপারের বাসিন্দা মহঃ সারান আহমেদ, মহঃ সৈদী, মহঃ ওয়াকিল হুসেন, চাঁদমারির কাঞ্চন যাদব এবং সোরেন যাদব তাদের আদালতে পেশ করে পুলিশী হেফাজতে নেওয়া হবে বলে জানান। !সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ওয়েস্ট )সন্দীপ কাররা ছাড়া এসিপি কুলটি শেখ জাভেদহুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দুদত্ত!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts