পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে ফসবেকী ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সে এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডিআরএমের সাথে দেখা করলেন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের অধ্যক্ষ আর পি খৈতান, সম্পাদক শচীন রায়, কোষাধ্যক্ষ রাজেশ দারুকা। আর পি খৈতান জানান আসানসোল থেকে কলকাতা যাবার জন্য কোলফিল্ডের পর ট্রেনের দাবি, রাজধানী ও দুরন্ত ট্রেনে কলকাতা যাবার টিকিট দেবার দাবি, সীতারামপুর থেকে দোমহানি জামুড়ীয়া হয়ে কলকাতা যাবার যাত্রীবাহী ট্রেন চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়েছে ডিআরএম তাদের কিছু প্রস্তাব মেনে নিয়েছেন এবং সেগুলো খুব শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন।