আসানসোল ক্লাবের নির্বাচন, নতুন সভাপতি অমরজিৎ সিং ভারারা, সম্পাদক পদে জয়ী শোভন নারায়ণ বসু

পাবলিক নিউজঃ আসানসোল :–টানটান উত্তেজনার মধ্যে শনিবার আসানসোল ক্লাবে নির্বাচন ২০২৪ সম্পন্ন হলো। রাতে গণনার পরে দেখা যায় অমরজিত সিং ভারারা সভাপতি ও শোভন নারায়ণ বসু সম্পাদকের নির্বাচনে জয়ী হয়েছেন। অমরজিৎ সিং ভারারা আসানসোল ক্লাবের সভাপতি পদে ৩৯ ভোটে জিতেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৪৭। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী সোমনাথ বিসওয়ালের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩০৮ টি।


আবারও সম্পাদক পদে জয়ী হওয়া শোভন নারায়ণ বসু ৪৭৯ টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লক্ষেশ্বর পান্ডে মাত্র ১৭৬ ভোট পেয়েছেন।মনীশ বাগারিয়া ওরফে বিট্টু সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭৪। তার প্রতিদ্বন্দ্বী ডাঃ রবি কান্ত ঝা পেয়েছেন ২৮১ টি ভোট। মুরারি লাল আগরওয়াল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ৩৪৮ টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাকেশ গোয়েল ওরফে চিন্টু পেয়েছেন ২৯৩ টি ভোট।

এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের মধ্যে নির্বাচিত হয়েছেন: ১) মনীশা আগরওয়াল (৪৪১ টি ভোট),২) বিবেক খৈতান ওরফে মিকি ( ৩৮০টি ভোট),৩) উমঙ্গ আগরওয়াল (৩৭১ টি ভোট),৪) পীষু্য দারুকা ওরফে মোহিত ( ৩৫০ টি ভোট),৫) রাজ কুমার লাল( ৩৩৮ টি ভোট),৬) অভিষেক গোপালকা ( ৩৩৭ টি ভোট),৭) রমেশ গম্ভীর ( ৩২৮টি ভোট ),৮) মুকেশ আগরওয়াল(৩২৬ টি ভোট),৯) অঙ্কিত আগরওয়াল পাসারি( ৩০২টি ভোট ) ও১০) মানস মজুমদার(৩০২ টি ভোট)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts