আসানসোল ও দূর্গাপুরের একাধিক থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জ বদল

পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল ও দূর্গাপুরের একাধিক থানার ওসি বা অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি বা আউটপোস্ট বা ওপির ইনচার্জ ( আইসি) বদল করা হলো। মঙ্গলবার বিকেলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিঞ্জপ্তি জারি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সবমিলিয়ে ১৮ এসআই বা সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। তারমধ্যে আছেন ৫ টি থানার ওসি ও ৮ টি ফাঁড়ি বা ওপির ইনচার্জ।
যেমন হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুরকে জামুড়িয়া থানার ওসি করা হয়েছে। দিন কয়েক আগে জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায় ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার তাকে অন্য জেলায় বদলি করা হয়েছে। একইভাবে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে অন্ডাল থানার ওসি, অন্ডাল থানার ওসি তন্ময় রায়কে হিরাপুর থানার ওসি, দূর্গাপুরের এনটিএস থানার ওসি মানব ঘোষকে পান্ডবেশ্বর থানার ওসি, দূর্গাপুর মহিলা থানার ওসি শিউলি মন্ডলকে উখড়া ওপির ইনচার্জ করা হয়েছে।
অন্যদিকে, আসানসোল দক্ষিণ পিপির ইনচার্জ সঞ্জীব দেকে দূর্গাপুর থানার ওসি করা হয়েছে। দূর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার তাকে ইতিমধ্যেই অন্য জেলায় বদলি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts