



পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোল উত্তর থানার কল্যাণপুর হাউজিং এলাকায় দুর্গা পুজোর প্যন্ডেলের সামনে এক যুবককে ব্লেড মারার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লেড দিয়ে মারা ঘাতকারী রেলপারের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে আহত যুবক পুরুলিয়া জেলার মুরাডির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সন্ধ্যায় দূর্গা পুজোতে রেলপাড়ের এক যুবক ব্লেড দিয়ে মুরাডির এক যুবককে আঘাত করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ হামলাকারীকে আটক করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় পুজো মন্ডপ চত্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আসানসোল উত্তর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ এবার তদন্ত শুরু করেছে কি কারনে এই ঘটনা ঘটেছে কেন ঘটিয়েছে কেন সেই লোককে হঠাৎ করে সেই ব্লেড দিয়ে আঘাত করে। হাসপাতাল সূত্রে জানা যায় এখনো পর্যন্ত সেই ছেলের অবস্থা অসংখ্যজনক। উল্টো দিকে পুলিশ বলেন যে ছেলেটি আহত হয়েছে আগের থেকে অনেক ভালো আছে। তারা তার সাথে কথা বলেছে।

Leave a Reply