

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল-: আসানসোলের রবীন্দ্র ভবনে বুধবার রাজ্য সরকারের নতুন সরকারি কর্মসূচি ” আমাদের পাড়া আমাদের সমাধান “র শিবিরের আয়োজন করা হয়েছিলো। সেই শিবিরে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।
মহকুমাশাসক শিবিরে আসা মানুষদের সমস্যার কথা শোনেন। পরে সেই সমাধানের ব্যবস্থা করেন।










Leave a Reply