

পাবলিক নিউজঃ কুলটি:– আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের দামাগড়িয়া রেলব্রিজের সামনে পথদুর্ঘটনা!!জানা যায় চারচাকা গাড়ি টি বিহারের বকসার থেকে মেদিনীপুর যাচ্ছিলো!!দামাগড়িয়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় চার চাকা গাড়ির টাইয়ার ফেটে যায় এর ফলে চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক আরোহী কে ধাক্কা মারে এবং মোটর বাইক ও চারচাকা গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে যায়!!যদিও মোটর বাইক আরোহী গুরুত্বর আহত হয়!!ঘটনাস্থলে চৌরঙ্গীফাঁড়ির পুলিশ পৌঁছে আহত মোটরবাইক আরোহী কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়!!তবে চার চাকা তে থাকা যাত্রীরা শুরুক্ষিত রয়েছে বলে জানা যায়!!




Leave a Reply