পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার আসানসোল রাইফেল ক্লাবে অষ্টম তম ইষ্টার্ন জোন সুটিং প্রতিযোগিতা শুরু হলো রাইফেল এবং পিস্তল দুটো বিভাগের প্রতিযোগিতা হবে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এই প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে আসানসোল রাইফেল ক্লাবের ভূয়সী প্রশংসা করার সাথে তিনি রাইফেল প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় থেকে আসা শিক্ষার্থীদের জন্য হষ্টেল তৈরী করার প্রতিশ্রুতি দিলেন।

তিনি জানান রাইফেল ক্লাবের সভাপতি বিরেন্দ্র কুমার ঢাল তাকে এই হষ্টেলের আবেদন করেন আগামী দিনে তিনি এসে হষ্টেল তৈরী করার জন্য অনুদান দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন।