আলোক চক্রবর্তী আসানসোল :-গত মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করার পর সারা ভারতে নয় সারা বিশ্বে দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে উত্তাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘটন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, অবসরপ্রাপ্ত কর্মী তার পরিবার, স্কুল পড়ুয়া ও ছোটবাচ্চারা বিচারের দাবিতে বিক্ষোভ ও মিছিল বার করেছে। শণিবার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনির ক্ষুদিরাম পার্ক থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত আর জি কর কান্ডে দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে এক মিছিল বার করে রেলের অবসরপ্রাপ্ত কর্মী সংঘটনের সদস্য ও তাদের পরিবার। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটন মহিশীলা শাখার সম্পাদক এম এস মন্ডল জানান অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটনের আসানসোল শাখার সভাপতি হিরক চন্দ্র চন্দ সহ সব সদস্য তাদের পরিবার এবং এলাকার প্রবীণ নাগরিক ও মহিলারা আর জি কর কান্ডের দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে মিছিল বার করা হয়। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটনের সম্পাদক এম এস মন্ডল জানান আর জি কর কান্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে দেশের নাগরিকদের বিচার ব্যাবস্থার উপর আস্থা থাকে কোন কারণে বিচার ব্যাবস্থায় অবহেলা করে বিচার ব্যাবস্থার উপর থেকে জনগণের আস্থা হারিয়ে না যায় তারই দাবিতে বিক্ষোভ মিছিল।