

পাবলিক নিউজঃঅলোক চক্রবর্তী আসানসোল:– আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় দোষীদের বিচারের দাবিতে দেশের সাথে গোটা বিশ্ববাসী উত্তাল পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইতিপূর্বেই সকল দুর্গাপূজা কমিটিদের অনুদান ৮৫০০০ টাকা ঘোষণা করলেও রাজ্যের অনেক পূজা কমিটি অনুদান নিতে অস্বীকার করে। দূর্গাপূজার অনুদান দেবার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন থানার আধিকারিককে কিন্তু অনেক পূজা কমিটি অনুদান নিতে অস্বীকার করায় মূখ্যমন্ত্রী বিভিন্ন থানার আধিকারিককে আপাতত অনুদান বিতরণ করতে নিষেধ করার কারণে অনুদান বিতরণ করতে অনেক দেরী হয়ে যায় অবশেষে শণিবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে দূর্গাপূজার কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চল কমিটির সদস্যদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।


আসানসোল দূর্গাপুর এলাকার ১১৭০ টা পূজা কমিটির সদস্যদের হাতে ৮৫০০০ টাকার চেক তুলে দিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। চেক বিতরণ করার আগে ৯ টা পূজা কমিটি এবং পুলিশ প্রশাসনের সাথে একটা কো- অর্ডিনেশন বৈঠক করা হয়। শণিবার আসানসোল রবীন্দ্র ভবনে দূর্গাপূজার অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা শাসক এস পন্নামবলাম, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শেখ মহঃ ইউনুস, ডিসিপি – হেড কোয়ার্টার ডঃ অরবিন্দ আনন্দ, ডিসিপি ট্রাফিক পিবিজি সতীশ, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সহ বিশিষ্ট অতিথিরা। শণিবার রবীন্দ্র ভবনে সকল পূজা কমিটিকে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পূজা প্যান্ডেলে জনগণের সুবিধার জন্য প্যান্ডেলের ঢোকার এবং বার হবার রাস্তা চওড়া করতে হবে, পূজা প্যান্ডেলে যাবার আগে গাড়ী দাঁড় করাতে পার্কিং জোন করতে হবে, প্রত্যেক প্যান্ডেলে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে দর্শনার্থীদের ভীড় সামলাবার জন্য এবং তাদের সবরকমের অসুবিধা সমাধান করতে। দমকল দপ্তরের আধিকারিক এবং কর্মীরা মক ডিলের মাধ্যমে হঠাৎ করে পূজা প্যান্ডেলে আগুন লাগলে করণীয় কাজ সম্বন্ধে অবগত করান।

Leave a Reply