পাবলিক নিউজঃ ডেস্ক সালানাপুর:-অভয়ার মৃত্যুর একমাস পূর্তি ছিলো আর এদিনই ছিলো সুপ্রিম কোর্টের প্রথম শুনানি। আবার এদিনই জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এর প্রতিবাদে ডাবর মোড় বাস স্ট্যান্ডে ৯ সেপ্টেম্বর হয়ে গেলো প্রতিবাদ সভা। আহ্বায়ক ছিলেন এই অঞ্চলেরই ডাক্তার উজ্জ্বয়িনী দেব, ডাক্তার কৃশানু মজুমদার, দুই স্বাস্থ্য কর্মী বৈশালী মুখার্জী ও মিতালি পাল এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত আরও অনেকে।
এদিন রাত ৯টা থেকে ৯ মিনিট স্তব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে এই সভা শুরু হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ অলক দাস, বর্ধমান মেডিকেল কলেজের ডাঃ কৃশানু মজুমদার, ডাঃ উজ্জ্বয়িনী দেব, ডাঃ প্রদীপ দত্ত, আর জি করের ডাঃ অঙ্কিতা চ্যাটার্জি, চিত্তরঞ্জন হাসপাতালের এসিস্টেন্ট নার্সিং অফিসার সন্ধ্যা সমাদ্দার, আসানসোল জেলা হাসপাতালের নার্স বৈশালী মুখার্জি প্রমুখ। প্রমিত ঘোষ তিলোত্তমার অবয়ব ফুটিয়ে তোলেন তার ক্যানভাসে। প্রতিবাদী কবিতায় প্রসেনজিৎ ঘোষ, শুভ্রা দাঁ, প্রসূন রায়, প্রতিবাদের নৃত্যে নীলাঞ্জনা সেনগুপ্ত, তা থৈ দে ও হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের দেবস্মিতা চ্যাটার্জি। গান গেয়ে শোনান দেবব্রত ভট্টাচার্য ও শুভ্রা রায়।
বহু জনগন সামিল হন এই প্রতিবাদ সভায়, বার বার ধ্বনিত হয় তিলোত্তমার বিচার চাই।