আর জি করের ঘটনার প্রতিবাদে বাউড়ী সমাজের মিছিল।

আলোক চক্রবর্তী আসানসোল:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ও ধর্ষনকারীর বিচারের দাবিতে রবিবার দুপুরে বাউড়ী সমাজের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরের ঘরি মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এক পদযাত্রা বার করা হয়। পদযাত্রায় আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত ববিতা দেবী এবং রাজবংশী বাউরি জানান আর জি করে এক মহিলা চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার হয়েছে তাতে গোটা দেশের মহিলারা নিজেদের অসুরক্ষিত মনে করছে, রাস্তায় যাতায়াত করতে ভয় লাগছে তাই দোষীদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts