আরজি করের ঘটনার জুনিয়র চিকিৎসকদের দাবি ও আন্দোলনে সমর্থন আসানসোল আইএমএর / প্রতীকী রিলে অনশনে সিনিয়র ডাক্তাররা

পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল :– কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় বিচারের দাবিতে কলকাতার জুনিয়র চিকিৎসক ও সিনিয়ার চিকিৎসকরা অনসনে বসেছেন তাদের নৈতিক সমর্থন করে আই এম এ ( ইন্ডিয়ান ম্যাডিক্যাল এ্যসোসিয়সনের) আসানসোল শাখার চিকিৎসকরা তাদের দপ্তরের সামনে একদিনের প্রতীকী অনসন পালন করছেন। অনসন কর্মসূচিতে অংশ গ্রহণ কারী চিকিৎসক ডাঃ পার্থ জানান প্রত্যেক বছর পশ্চিম বঙ্গ বাসী ধূমধাম সহকারে দুর্গোৎসব পালন করে কিন্তু এই বছর দুর্গোৎসব নয় দূর্গাপূজা করছেন, জনগণের মনে দুর্গোৎসব নিয়ে উন্মাদনা দেখা যায় নি উল্টে চারিদিকে বিশাদের ছায়া দেখা গেছে। কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে হত্যা ও ধর্ষণের অভিযুক্তদের বিচারের দাবিতে এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে জুনিয়র চিকিৎসকদের সাথে সিনিয়ার চিকিৎসকরা তাদের সাথে অনসনে বসেছেন ইতিমধ্যে একজন চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক ও আরো দুজন চিকিৎসকের অবস্থা খারাপ হয়ে গেছে। কলকাতার ঘটনার বিচারের দাবিতে শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতের সাথে বিদেশেও চিকিৎসক সংঘটন কলকাতার জুনিয়র চিকিৎসকদের ডাকা অনশন কর্মসূচিকে সমর্থন করেছেন। পশ্চিম বাংলার চিকিৎসক সংঘটন চিকিৎসা পরিষেবা চালু রেখে প্রতিবাদে মুখর হয়েছেন সোমবার থেকে বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও হাসপাতালের বাইরে নিজস্ব চেম্বার বন্ধ রেখে বিচারের দাবিতে বিক্ষোভ দেখাবেন। জরুরি পরিষেবা ও অপারেশন বন্ধ করে সাধারণ রুগী দেখবেন। ডাঃ পার্থ জানান চিকিৎসকদের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের জুলুম করে আসছেন তারই প্রতিবাদে চিকিৎসকদের এই প্রতিবাদ,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts