
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী মাইথন:– বৃহস্পতিবার থেকে ডিভিসির মাইথন এবং পাঞ্চায়েত জলাধার থেকে আবার জল ছাড়া শুরু করলো ডিভিসি কতৃপক্ষ। ইতিপূর্বে ডিভিসি জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এটা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাতের সৃষ্টি হবার পর ডিভিসি কতৃর্পক্ষ জল ছাড়া বন্ধ করলেও বিগত দুদিন নিম্নচাপের প্রভাবে প্রচন্ড বৃষ্টির কারণে নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়াতে ডিভিসির মাইথন এবং পাঞ্চায়েত জলাধারে জলস্তর বিপদসীমা অতিক্রম করাতে কতৃর্পক্ষ জল ছাড়তে বাধ্য হয়েছে।


বৃহস্পতিবার মাইথন থেকে ১০ হাজার কিউসেক এবং পাঞ্চায়েত জলাধার থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং অন্যদিকে দূর্গাপুর ব্যারেজ থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছেন কতৃর্পক্ষ। ডিভিসি জল ছাড়ার ফলে গাঙ্গেয় পশ্চিম বঙ্গে পুনরায় বন্যার আশঙ্কা, পূজোর আগে এইরকম বৃষ্টিতে আর বন্যার ফলে দুঃশ্চিন্তায় গ্রামবাসীরা।
