
পাবলিক নিউজঃ আসানসোল:– আগামী ১৪ ই অক্টোবর বিকেল ৪ ঘটিকায় ভগৎ সিং মোড়ের নিকট পুলিশ লাইনের সামনে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজোর কার্নিভাল বিশেষ বৈঠক হলো আজ । এই কার্নিভাল নিয়ে আসানসোলের সার্কিট হাউসে শেষ মুহূর্তের প্রশাসনিক বৈঠক। এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় আপনাদের সকলকে জানাই স্বাদর আমন্ত্রণ! রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ঘটকে উপস্থিত ছিলেন তিনি জানান সুস্থভাবে এই অনুষ্ঠান করা হবে। এবার জায়গা চেঞ্জ করা হয়েছে জিটি রোডে জায়গা কোর্ট রোড পুলিশ লাইনে এবার কার্নিভাল করা হবে। আসানসোল বাসির কাছে আশা করছি তারা আসবেন এই অনুষ্ঠানের উপভোগ করবেন আমরা আশা করি আপনাদের এই কার্নিভালে এসে খুব ভালো লাগবে সরকারের উদ্যোগে সমস্ত সুবিধা রাখা হবে আপনাদের জন্য এবং বিশেষ রোজাদারী থাকবে পুলিশের তার সাথে জেলা শাসকের সমস্ত কিছু সরকারিভাবে সুবিধা রাখা হবে। এছাড়াও সমস্ত পুজো মূর্তি গুলো আসবে যারা পুরস্কৃত হয়েছে। এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম করা হয়।







Leave a Reply