
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– কয়লা পাচার মামলায় সোমবার আসানসোল সিবিআই আদালতে চার্জশিট গঠন হবার কথা থাকলেও আদালতের নির্দেশ সব আসামীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে কিন্তু বিনয় মিশ্রকে পকসো মামলায় কলকাতায় পুলিশ গ্রেপ্তার করে এবং রবিবার তাকে আদালতে পেশ করার পর পুলিশ তাকে পুলিসী হেফাজতে নেবার ফলে বিনয় মিশ্র সোমবার সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারে নি। সিবিআই আদালতে বিচারক পরবর্তী চার্জশিট গঠনের দিন ধার্য করেছেন আগামী ১০ ই ডিসেম্বর। সেইদিন চেষ্টা করে হবে আসামি বিনয় মিশ্রকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে অথবা ভার্চ্যুয়াল উপস্থিত থাকবে সেটা আদালত স্থির করবে।






Leave a Reply