অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক করার পক্ষে জোর সওয়াল / বিজেপি প্রথমে আওয়াজ তুলেছে , দাবি রাজ্য ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ঘাঁটির

পাবলিক নিউজঃ আসানসোল:– বর্ধমানের দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ লোকসভায় অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সমর্থনে হয়েছিলেন। সংসদে তিনি বলেন যে অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হলে এই এলাকার উন্নয়ন গতি পাবে। আরো বেশী করে মানুষ এই বিমানবন্দরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এরপরে, দক্ষিণ বঙ্গের অন্যতম বনিকসভা ফসবেকি বা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সাধারণ সম্পাদক শচীন রায় কীর্তি আজাদের সংসদে এই বিষয়টি উত্থাপনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্ডাল বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার সমর্থনে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। তিনি বলেন, এই দাবি তুলছে ফসবেকিও।
তবে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বেঙ্গল বা রাজ্য ট্রেড সেলের কো-কনভেনার বা সহ-আহ্বায়ক সুব্রত ঘাঁটি ওরফে মিঠু ঘাঁটি বলেন, গত ৫ ডিসেম্বর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম বিমানবন্দর থেকে আরো বেশি করে আন্তর্জাতিক ফ্লাইট বা উড়ান চালানোর জন্য দিল্লিতে কথা বলবেন বলে জানান। এরপরে, তিনি নিজেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেন। তাকে কেবল কলকাতা বা দমদম থেকে নয়, অন্ডাল বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রকের কাছে অনুরোধ করতে বলেন। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি এই বিষয়টি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছেও তুলবেন। সুব্রতবাবু আরো বলেন, অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক স্তরে হলে অনেক মানুষ উপকৃত হবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts