


আসানসোল পাবলিক নিউজ ডেস্ক পূর্ব:– রেল “অপারেশন নানহে ফারিস্তে”-এর মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা রেল স্টেশন এবং ট্রেনে শিশুদের সুরক্ষার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ।
শুক্রবার পূর্ব রেলের হাওড়া এবং আসানসোল ডিভিশনের আরপিএফের অফিসারেরা হাওড়া, মধুপুর ও দুমকা রেল স্টেশন থেকে পাঁচ নাবালককে উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন ভুল করে ভুল ট্রেনে উঠে পড়েছিলো। অন্য তিনজন তাদের বাবার বকুনি খাওয়ার পরে বাড়ি থেকে পালিয়ে গেছিল।
উদ্ধার করার পরে পাঁচ নাবালককে যথাযথ আইনি মতে পরবর্তী ব্যবস্থা এবং পুনর্বাসনের জন্য চাইল্ডলাইনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

























































































