Tag: Education

  • বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

    বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান আউশগ্রাম:-বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।এদিন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালনের উদ্যোগে সাতটি অঞ্চলে শিক্ষক দিবস উদযাপন করা হয়।এদিন আউশগ্রাম ২নম্বর ব্লকের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়,উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেশকিছু মাদ্রাসা স্কুলের শিক্ষকদের সম্মান জানানো হয়।এদিন শিক্ষকদের হাতে ফুলের তোড়া,পেন,উপহার ও মিষ্টির প্যাকেট তুলে দেন ব্লক সভাপতি আব্দুল লালন।এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন আউশগ্রাম ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই,যুব নেতা শেখ সঞ্জু ও সাতটি অঞ্চলের প্রধান উপ প্রধানরা।আব্দুল লালন বলেন,আমাদের প্রধান গুরু মা বাবা আর তার পরেই দ্বিতীয় গুরু শিক্ষক।আমাদের যিনি সারা বছর শিক্ষাদান করে যাচ্ছেন।এই দিনটিকে স্বরণীয় করতে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।তারা এদিন আউশগ্রাম ২নম্বর ব্লকের ১০ টির বেশি স্কুলের শিক্ষকদের সম্মান জানিয়েছেন।পাশাপাশি এদিন রোটারি ক্লাব অফ বর্ধমান ডায়মন্ড এর উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয় গুসকরায়।এদিন বেশ কয়েকজন শিক্ষকের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ডায়মন্ডের সেক্রেটারি সিদ্ধার্থ শঙ্কর রায়,গ্রুপ সদস্য অরূপ আশ,বিবেকানন্দ রায়, রথীন্দ্রনাথ দাস সহ ক্লাব সদস্যরা।

  • আসানসোল পুরনিগমের উদ্যোগে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উদযাপন

    আসানসোল পুরনিগমের উদ্যোগে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উদযাপন

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রয়াত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের আশুতোষ হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ পুর কর্মী।

    অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন একইসঙ্গে শিক্ষক দিবস ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। এই উপলক্ষে, আসানসোল পুরনিগমের তরফে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র এদিন একইসঙ্গে শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানান।
    এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয় যে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের মতো মহাপুরুষ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডঃ জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়েরা এমন ছিলেন যারা আমাদের দেশ ও জাতিকে একটি নতুন দিকের দিশা দিয়েছিলেন।

  • আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    পাবলিক নিউজঃ ডেস্ক:- আসানসোলের এসবি গরাই রোডের বিবেকানন্দ পল্লী এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই ক্যাম্পাসে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরে সংগঠনের সাথে যুক্ত সদস্য সহ অন্যান্যরা মিলে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
    এদিনের এই আয়োজন সম্ভব সংগঠনের কনভেনার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান নেই। আর গরমের সময় রক্তের একটা ঘাটতি থাকে। কিন্তু চাহিদা কম থাকেনা। তাই এইসব কিছু ভেবে এদিন পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন রক্ত দান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের তরফে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি পিএইচই আরসিএফএ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ, কনভেনার অসিত মল্লিক, সহসভাপতি সুব্রত রায়, সুনন্দ চক্রবর্তী, দিলীপ দাস, কানাই গাঙ্গুলি, চন্দন হাজরা, প্রবীর ধর।
    বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনারসের সহযোগিতায় রক্তদান শিবির ও আসানসোল পূর্ণদৃষ্টি আই অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।

  • “পুলিশ দিবস” উপলক্ষে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

    “পুলিশ দিবস” উপলক্ষে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

    প্রকাশ দাস সালানপুর:-পুলিশ দিবস”উপলক্ষে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ, এসিপি (কুলটি)এস.কে জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সমাজসেবী ভোলা সিং,মনোজ তেওয়ারী, সহ আরো অনেকে।এদিন সর্ব প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,তাছাড়া রক্তদান করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।এবং বাঁকুড়া থেকে এক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।সঙ্গে এলাকার যুবকরা এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়ারা রক্তদান করেন।প্রায় ৩৫ ইউনিট রক্তদান করা হয়।এদিন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ জানান রক্তদান হচ্ছে মহান দান।তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান।

  • আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আলোক চক্রবর্তী আসানসোল: আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল।গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করার পর সারা দেশ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বুধবার আসানসোলের তুলসিরাণী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রীরা আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে একটা মিছিল স্কুলের সামনে থেকে শুরু করে হটনরোড মোড় সিটি বাস স্ট্যান্ডে শেষ হয়।

  • ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবসে সাইবার এবং ডিডি দপ্তরের অভূতপূর্ব সাফল্য দূর্গাপুরের সিটি সেন্টার থেকে এক ভাড়া বাড়ীতে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি দপ্তরের আধিকারিকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানান গোপন সূত্রে খবর পেয়ে দূর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ীতে হানা দিয়ে ডিডি দপ্তরের আধিকারিকদের তাদের কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলাতে সন্দেহ হওয়াতে জানা যায় তারা একটা কল সেন্টার চালায় মূলত বিদেশি নাগরিকদের এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্বন্ধে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পেমেন্ট আদায় করতো যেহেতু বিদেশের ব্যাপার সে দেশের আইন বা ডিডি দপ্তরের পক্ষে প্রতারকদের খোঁজা মুশকিল। সাইবার ক্রাইম দপ্তর বাড়ী থেকে ১২ টা ল্যাপটপ, ১৩ টা মোবাইল, ৬ টা হেডফোন সহ ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল আদালতে পেশ করলে ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে আরো বিশদভাবে জানার জন্য। তবে ধৃতরা সবাই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে গৌরব বিশওয়াল, ইয়াসির আইযুব, মহঃ আজহারউদ্দীন, আবদুল হোসেন, নাসিফ ইসলাম, রাহুল বাহেদি, অঙ্কিত স, শেখ সাদ, মহঃ কাইয়েফ, আনন্দ সাউ, আয়ান আলি, আনন আফজল, শেখ সোয়াব আলি বলে জানান ডিসিপি।

  • গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    আলোক চক্রবর্তী দুর্গাপুর:-মঙ্গলবার দূর্গাপুরে সিটি সেন্টার লাইব্রেরীতে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হয়ে গেলো। পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় সিটি সেন্টার লাইব্রেরীতে গত ৩১ শে আগষ্ট এবং ৩ রা সেপ্টেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। মঙ্গলবার গ্রন্থাগার দিবস উদ্বোধন করলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত গ্রন্থআধিকারিক নির্মাল্য অধিকারী। তিনি জানান সবসময় গুগল নির্ভর করা যায় না সাময়িক কিছু সমস্যা সমাধান করা সম্বভব কিন্তু বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা গুগল করতে পারে না। করোনার পর বই পড়ার মানসিকতা অনেক বেড়েছে তবে গ্রামগঞ্জের লাইব্রেরীগুলোতে কর্মী অপ্রতুলতার জন্য বন্ধ থাকলেও বর্তমানে চেষ্টা করা হচ্ছে সেসব বন্ধ লাইব্রেরী খোলার।

  • দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    আলোক চক্রবর্তী / পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-দূর্গাপুরের বিধাননগরে এস কে এস গ্রুপ ২৪ বছর আগে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগ দিয়ে শুরু হয়েছিল বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। নয়ডা এবং মথুরার পর দূর্গাপুরের বিধাননগরে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল এস কে এস গ্রুপ অফ ইনস্টিটিউট ২০১১ সালের পর বিভিন্ন জায়গায় ১৫ টা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে যারমধ্যে দুটো বেসরকারি মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে তৃতীয়টা দূর্গাপুরে খুলতে চলেছে। ইতিমধ্যে দূর্গাপুরের এই মেডিক্যাল কলেজের আউটডোর চালু হয়ে চিকিৎসা করা হচ্ছে। আজকের স্থাপনা দিবসে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় প্রতিষ্ঠা দিবসে।

  • इस्को मैं जूनियर इंजीनियर पदनाम लागू, लेकिन डिप्लोमा इंजीनियर अभी भी नाखुश ।

    इस्को मैं जूनियर इंजीनियर पदनाम लागू, लेकिन डिप्लोमा इंजीनियर अभी भी नाखुश ।

    File photo

    अमित कुमार गुप्ता आसनसोल बर्नपुर:–DEFI और बर्नपुर डिप्लोमा इंजीनियर्स वेलफेयर एसोसिएशन के लंबे संघर्ष के परिणामस्वरूप, SAIL इसको प्रबंधन ने आखिरकार डिप्लोमा इंजीनियरों कि लंबे समय से चली आ रही मांग को स्वीकार कर लिया और आज सभी कर्मचारियों का पदनाम बदल दिया। इस IISCO में जूनियर इंजीनियर पदनाम लागू हुआ, लेकिन डिप्लोमा इंजीनियर अभी भी नाखुश हैं। इस संदर्भ में बर्नपुर डिप्लोमा इंजीनियर्स वेलफेयर एसोसिएशन के महासचिव लब कुमार मन्ना ने हमारे प्रतिनिधि को बताया कि1 मई 2017 को इस्पात मंत्रालय के अवर सचिव द्वारा सेल मैनेजमेंट को एक सलाह दी गई थी, जिसमें कहा गया था कि अन्य CPSEs की तरह डिप्लोमा इंजीनियरों का पदनाम जूनियर इंजीनियर होना चाहिए। प्राथमिक रूप से डिप्लोमा इंजीनियरों के पदनाम को बदलने के लिए 17 दिसंबर 2018 मैं एक कमिटी का गठन सेल कॉर्पोरेट कार्यालय ने किया था, बाद में कमिटी ने सेल में कार्यरत सभी कर्मचारियों के पदनाम को बदलने में रुचि दिखाए थी। फिर दिनांक 12-06-2024 को सेल कॉर्पोरेट कार्यालय ने एक पदनाम परिवर्तन परिपत्र प्रकाशित किया, जिसमें एस-9 ग्रेड से “जूनियर इंजीनियर” पदनाम देने का उल्लेख है, जो सेल में डिप्लोमा इंजीनियर के भर्ती होने के लगभग 22 वर्षों के बाद दिया जाएगा। हमारी मूल मांग एंट्री ग्रेड से डिप्लोमा इंजीनियरों को “जूनियर इंजीनियर” की पदनाम देने की थी और हम उस मांग से रत्ती भर भी पीछे नहीं हट रहे हैं, क्योंकि यह “जूनियर इंजीनियर” की पदनाम अन्य सरकारी और सरकारी संस्थानों में डिप्लोमा इंजीनियरों को दी गई है। हम भविष्य में भी इस दावे पर लड़ाई जारी रखेंगे।

  • अब संजय राय जैसे मंचलों को सबक सिखाएंगी बंगाल की माँ और बेटियां सिख रही हैं जुडो कराटे का गुर

    अब संजय राय जैसे मंचलों को सबक सिखाएंगी बंगाल की माँ और बेटियां सिख रही हैं जुडो कराटे का गुर

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल:–आसनसोल, पश्चिम बंगाल की राजधानी कोलकाता के एक नामी ग्रामी आर्जीकर अस्पताल मे एक महिला चिकित्सक के साथ हुई रेप और हत्या की घटना के लगभग 21 दिन पुरे हो चुके हैं, पर अबतक महिला चिकित्सक को न्याय नही मिल पाया है, हालांकि महिला चिकित्सक को न्याय दिलाने के लिये पश्चिम बंगाल के साथ -साथ पुरे देश मे विरोध प्रदर्शन अब भी जारी है, ऐसे मे राज्य के विरोधी दल के नेता और तमाम राजनीती दल की पार्टियां राज्य की सत्ताधारी पार्टी तृणमूल पर कई सवाल उठा रही है, जिससे मुख्यमंत्री ममता बैनर्जी ही नही बल्कि उनकी पुलिस भी कई सवालों के घेरे मे है, बार -बार महिला सुरक्षा को लेकर आवेवस्था पर सवाल उठाए जा रहे हैं, राज्य मे आम से लेकर खास तक सड़क पर उतर कर मृतक महिला चिकित्सक के लिये न्याय मांग रहे हैं, ऐसे मे अब राज्य की महिलाएं खुद को असुरक्षित मानते हुए खुद की सुरक्षा के लिये अब जुड्डो कराटे का ट्रेनिंग ले रही है, साथ ही अपनी बेटियों को भी जुडो कराटे की ट्रेनिंग दिलवा रही हैं, आसनसोल के बर्णपुर इलाके मे स्थित एक प्ले ग्राउंड मे माँ बेटियों को एक साथ जुडो कराटे का ट्रेनिंग लेता देख हम भी थोड़ी देर के लिये हैरान रह गए, साड़ी और सलवार सूट मे जुडो कराटे सिखने के लिये माँ बेटियों की यह लालसा उनका जूनून उनका एक -एक दांव- पेंच मानो उन मंचलों को यह चेतावनी दे रहा हो की अब वह चुप नही बैठने वाली वह उनका मुहतोड़ जवाब देने वाली हैं, उनके छक्के छुड़ाने वाली हैं, वह ऑन द स्पोर्ट उनको सजा देने वाली हों, जुडो कराटे का ट्रेनिंग ले रही एक महिला ने कहा की कोलकाता आर्जीकर अस्पताल मे हुई महिला चिकित्सक के साथ हुई रेप और हत्या की घटना के बाद से वह काफी घबराई हुई थीं, उनको हमेशा यह डर सताता रहता था की वह भी अपने घर से अकेले बाहर निकलती हैं, उनकी बेटी भी कभी -कभी अकेले होती है, ऐसे मे उनकी सुरक्षा का क्या, यही कारण है की उन्होंने ऐसे मंचलों से निपटने के लिए जुडो कराटे सिखने के लिये अपने मन मे ठान ली और खुद तो जुडो कराटे का ट्रेनिंग ले ही रही हैं, अपनी बेटियों को भी आत्म सुरक्षा के लिये जुडो कराटे का ट्रेनिंग दिलवा रही हैं, उनका मानना है की राज्य मे जहाँ महिला सुरक्षा वेवस्था को लेकर राज्य सरकार और पुलिस विफल हो जाती है ऐसे मे महिलाओं को अपनी सुरक्षा खुद समभालनी पड़ती है, यही कारण है की आज महिलाओं को अपनी सुरक्षा के लिये जुडो कराटे की ट्रेनिंग लेनी पड़ रही है, वह इस लिये की वो खुद के ऊपर किसीका अत्याचार सहने के वजाय उस अत्याचार का मुहतोड़ जवाब दे सकें